ঝরা পাতার নৌকায়
ঝরা পাতার নৌকায়


ঝরা পাতার নৌকায়
ভেসে যেতে পারি
তোমার সাথে নির্দ্বিধায়!
ঝরা পাতার নৌকায়!
নীল নদের দেশে... কিংবা
মিসিসিপির মোহনায়
অথবা সাদা মেঘের রাজ্যে
যেথা বৃষ্টি এসে স্বপ্ন
সাজিয়ে দিয়ে যায়!
নিয়ে যাবে আমায়?
ঝরা পাতার নৌকায়!
ঈশান কোনে গুরুগুরু মেঘ
যদি বারবার চমকায়
এলোমেলো ঢেউয়ের তোড়ে
নাও যদি ভেসে যায়...
তোমার বুকে মাথা রেখে
তোমার হাতটি শক্ত করে ধরে
সমস্ত বিপদ কাটিয়ে উঠে
পাড়ি দিতে পারি অজানায়
ঝরা পাতার নৌকায়...।
ইচ্ছানদীর টানেই না হয়
পাড়ি দিও নতুন ঠিকানায়
যেথা তোমার উদাস মন চায়
নিয়ে যেতে..., নিয়ে যেও আমায়
ঝরা পাতার নৌকায়...।।