STORYMIRROR

Clever Rabbi

Abstract

5  

Clever Rabbi

Abstract

হারানো ভালোবাসা

হারানো ভালোবাসা

1 min
791

প্রতিটা মানুষ চায় তার থেকে সুন্দর মানুষ হোক তার জীবনসঙ্গী 


তুমি একজন সুন্দর নারীকে পেতে চাও 

আবার সে অন্য সুদর্শন পুরুষকে পেতে চায় 

সে সুদর্শন অন্য আরেক সুন্দরী নারীকে 


এমন করে চলতে থাকে আমাদের চোখের ভালোবাসা 

আমরা ত চোখ দিয়েই ভালোবাসতে শিখেছি 


হৃদয় দিয়ে ভালোবাসতে ভুলে গেছি আমরা 

চোখের ভালোবাসার কাছে হেরে যায় হৃদয়ের ভালোবাসা


হয়তো হৃদয় দিয়ে ভালোবাসলে পাবোনা সুন্দরী নারী বা সুদর্শন পুরুষ 


আর এই কারনেই আমরা হৃদয় দিয়ে ভালোবাসি নাহ


আর এখন ত টাকার কাছেও হেরে যায় প্রকৃত ভালোবাসা নামক ময়লা 


আসলে কালের স্রতে পরিবর্তন হয় আমাদের মানুষিকতা 


তাই ত তোমাকেও পাবার কোন সুযোগ নেই আমার। 

তাইতো বোকা প্রেমিক হয়ে ঘুরতে হয় তোমার পিছু। 

যদি বলো তুমি কিছু । হও যদি জীবন সঙ্গী।

  

                      ---ফজলে রাব্বি



Rate this content
Log in

Similar bengali poem from Abstract