একদা রাস্তায় চাঁদ নেমছিলো - সনেট
একদা রাস্তায় চাঁদ নেমছিলো - সনেট


একদা রাস্তায় চাঁদ নেমেছিলো নিকষ আঁধারে
বিমর্ষ নক্ষত্র পূঞ্জ শোকাহত রাতের আকাশ
শুয়ে থাকে তারাগুলো দৃশ্যহীন যেন মৃত লাশ
আকাশে ছিলো না চাদ নেমে এলো কর্নফুলি পাড়ে
জলের নিতম্ব ধরে চাদ নামে ঘন বাশ ঝাড়ে
বিষণ্ন রাত্রিরা দেখে চক্রবালে এ পাশ ও পাশ
কোথাও জোছনা নেই আছে শুধু আধার সন্ত্রাস
অথচ নেমেছে চাঁদ চুপিচুপি হৃদয় মিনারে
আমার পলকহীন আখি পাতা চাঁদের সন্ধানে
সহস্র লোকের সাথে ছুটে যায় জলের নগরে
রুপের ঝলক দেখে কারা যেন আমার দু কানে
বলে গেলো ওগো কবি নিয়ে যাও সাহিত্য বাসরে
মুখোমুখি বসে দেখি চাঁদ নয় তোমার প্রতিমা
কখন হারিয়ে গেলো । বিষাদের নেই কোন সীমা ।