Nurul Hoque

Abstract Romance

3  

Nurul Hoque

Abstract Romance

একলা একা আকাশ দেখি

একলা একা আকাশ দেখি

1 min
169



১.


দেখতে আকাশ

অমাবস্যা

দেখতে গভীর বন

তুমিই আমার চাঁদ বটে হায়

নিরাভরণ প্রেমের অনুরণন।


যখন বলো

নিকষ কালো অন্ধকার

সেই আঁধারে 

  হৃদয়খানি বন্ধ কার

আঁখি তার 

   ভীষণ টলোমলো।


দেখতে আকাশ মন মহুয়া

দেখতে সবুজ বন

চক্রবালে টানে আমায়

   আমার তনুমন।।


অমন মধুর লগ্নে তুমি 

নেইতো কাছে, নেইতো আশেপাশে

একলা একা আকাশ দেখি

জমিন ভরা শ্যমল দূর্বাঘাসে।


২.


একলা একা আকাশ দেখি

সংরক্ষিত বন

নিঝুম রাতে ঝিঁঝিঁ পোকা

তারা অগণন।


রাতের আছে মিষ্টি সুবাস

সব লোকে কি পায়

রাতকে নিয়ে বসেই থাকি

তবু মন কেন যে হারায়।


হারায় হারুক গন্ধ আসুক

রাতের সাথী আমি

রাতের সাথে খেলতে থাকি

আঁধার জলে নামি।


গানের সাথে মিতালী তাই

সপ্ত সুরের নাম

গঙ্গাধরে পূণ্য স্নান

বিধি নহে বাম।


এক নদী নয় বঙ্গদেশে

হাজার নদী বহে

চর্যা পদের পদকর্তরা

এই সব বুঝি কহে।


পদের ভেতর লাবণ্য আর

শাহানামার শাখা

একলা আছি সেটাই ভালো

কিসের আঙরাখা ।



Rate this content
Log in