আমার আমি......
আমার আমি......
আমি একজন অতি সাধারণ,
আমার সামনে পিছনে সমাজের হাজার বন্ধন।
আমি অত্যন্ত অগোছালো,
গোছাতে গিয়ে বাস্তবের আঘাতে জর্জরিত।
আমি অসম্ভব বেহিসাবি,হিসাব রাখতে গিয়ে
আবার হিসাবের তালগোল পাকিয়ে ফল হয় শূন্য।
যদিও আমি স্বাধীন,
সর্বত্রই আমি আবার মানসিকভাবে পরাধীন।
আমি আমার মতো,
পরক্ষনেই আমি হয়ে যাই আমি থেকে বিচ্যুত।
আমি ভাবি আমি যাযাবর,
অথচ আমার যাওয়ার মত নেই কোন প্রান্তর।
আমি এক দিশাহীন,
যেন দিগ্বিদিক ছুটতে থাকা এক বদ্ধ উন্মাদ।
আমি আমাতেই বাঁচি, আবার হতাশায় মরণ কামনায় হয়ে যাই মাতাল।