ফুচকা
ফুচকা
কোনো এক সন্ধ্যা নামার পর সেই ফুচকার দোকানে,
ল্যাম্পপোষ্টের আলো ধরে হেঁটে যাবো নিয়ে তোমাকে।
তুমি ভালোবেসে ফুচকা খেতে অধীর আগ্রহে বসবে, সেই কাঙ্ক্ষিত ফুচকা খেতে দোকানে আমার পাশে।
মনের সাথে মন মিশিয়ে, বলবো তোমায় ভালোবাসি! তারপরও তুমি ফুচকা খাবে, মুখে এক চিলতে হাসি।
চোখ দুটি ঝালে হবে লাল, তবুও খেয়ে যাবে , জানি।
কোনোদিন সন্ধ্যার পর আমরা দু'জনে দেবো আড্ডা,
চীনা বাদাম খেতে কোন দিন বসবো দু'জন বাড্ডা।
কোনো এক সন্ধ্যায় ভালোবাসায় ভরা তোমার কথা,
নিয়ে লিখবো তোমার - আমার মিষ্টি প্রেমের গাথা ।
(• বাড্ডা= নামের অর্থ সফল বা বিজয়ী নির্দিষ্ট করে।)

