কর্মজগতে মেয়েরা
কর্মজগতে মেয়েরা
কর্মজগতে মেয়েরা খুব সাহসী ও শক্তিশালী হয়,
প্রতিটি দিন লড়ে যায়, ত্যাগ করে সব কিছুর ভয়।
তাদের চোখে জ্বলজ্বলে ভবিষ্যতের স্বপ্নের অগ্নি,
বিশ্বকে বদলে দিতে চায়, এই ইচ্ছা তাদের জানি।
পথে পথে বাধা, তবু থামে না তাদের জয়ের উন্মাদনা ,
মনের জোরে এগিয়ে চলে, মুছে ফেলে সব যন্ত্রণা।
অদম্য তারা, অসম্ভব জেদী ও জয়ে প্রতিজ্ঞাবদ্ধ রয়,
শৃঙ্খলাবদ্ধ কর্মজগত আলোকিত হয় তাদের পরিচয় ।
তারা আলো ছড়ায়, কর্মস্থলে সবখানে,
তাদের পুরুষের সমান শক্তি - বুদ্ধি ও মানে।
কর্মজগতে মেয়েরা ধৈর্য্যশীল , নতুন যুগের দিশারি,
এগোবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের হাত ধরি।
