STORYMIRROR

Rehan Khan

Classics Inspirational

5  

Rehan Khan

Classics Inspirational

19 বছর

19 বছর

1 min
493

                

আমরা হয়ে গেছি যৌবন!

আর তোমাকে থামতে হবে না

স্বপ্নের তীর্থস্থানে পরিভ্রমণ করতে!

চলো পুকুরের ধারে কল্পনা করতে

চলো যাই পাহাড়ে চাপতে

 চলে যায় মাঠের দিকে বেড়াতে

চলো চলো চলো তাড়াতাড়ি চলো!

চলো চলো চলো সাঁতার কাটতে চলো

চলো আলোর বেগের চলাও বাহন

চলো চলো চলো তাড়াতাড়ি চলো!


দাও তোরা সব প্রতিশ্রুতি মোর হাতে হাত রেখে-

যদি যাওয়ার পথে আসে কোন বাধা

বাধাকে করে দিবে বিলুপ্ত এই জগত থেকে

অথবা পা হাত ভেঙে গেলেও থামবে না;

চলো পৃথিবীর চার কোণের চারদিকে

চলো চলো চলো তাড়াতাড়ি চলো!


এই বয়সের রেখে যাওয়া স্মৃতি চাঁদের বুকে পৃথিবীর বুকে, সূর্যের আলোয়

চলো চলো চলো তাড়াতাড়ি চলো!

দেখো শেষ হচ্ছে যৌবন!

চলো চলো চলো তাড়াতাড়ি চলো!

চলো চলো চলো তাড়াতাড়ি চলো!


Rate this content
Log in

Similar bengali poem from Classics