244-11-39
244-11-39


চাকরিটা পেতে দেরি হয়েছিল সত্য;
তাইতো সেদিন গিয়েছিলে ছেড়ে...
প্রতিশ্রুতিগুলি একনিমেশে ভুলেছিলে তুমি;
প্রেম-ভালোবাসা নিয়েছিলে কেড়ে...
২৪৪ দিয়ে নম্বরটা ডায়াল করা আর হয় না;
মনে পড়েনা দিনগুলিকে আর...
বৃষ্টি ভেজা রাস্তাগুলোতে, একাকী পথিক আমি;
ধৈর্য্য ভেঙেছে সকল প্রতীক্ষার...
বেলা বোস তুমি মরে গেলেও পারতে!
লেখা হত না আর কোনরূপ গান...
বাসস্ট্যাণ্ডে অপেক্ষা করা প্রহরগুলির কাছে;
হেরে যেত না মোর ভালোবাসা আর প্রাণ...
ধিক্ ধিক্ করে চলেছি আমি,
কেটে গেছে বহু সময় ও বছর;
শুন-শান্ বসে আমাদের একত্রে খুঁজছে-
বাগবাজার কিংবা নন্দন চত্বর...
আজও ভুলিনি তোমার এলোমেলো চুল,
কাজল কালো চোখ আর আঙুলের স্পর্শটা!
বেঁচে আছো তুমি, বেঁচে আছি আমিও
বেঁচে নেই শুধু-
আমাদের সেই সম্পর্কটা...|