সাড়ে তিন হাত
সাড়ে তিন হাত


আমি ভালো নেই...
ছেড়ে দিয়েছি,
ঝেড়ে ফেলেছি,
বহু পুরাতন সময়।
স্বপ্ন দেখেছি,
কঠিন পথে হেটেছি,
ছাড়িনি আশা,
এগিয়েছি ক্রমান্বয়ে।
কষ্টের খবরটা শুধু,
বালিশকেই দিয়েছি
সেও ভিজেছিল
চোখের শ্রাবণে।
তখন অনেক রাত
নেই ছাত
জোটেনি ভাত
ছেড়েছিলেম প্রাক্তনের হাত।
কেপে উঠেছিল বুকখানি,
পড়ে যেতেই অজ্ঞান;
স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাক
হয়েছিল বোধহয়,
ব্যর্থ চিকিৎসাবিজ্ঞান।
শেষ রক্ষা হয়নি
শেষ পর্যন্ত শরীরও দেয়নি সাথ;
চিতাকাঠে শুয়ে আছি,
আমার জন্য বরাদ্দ হয়েছে,
শুধুমাত্র সাড়ে তিন হাত।
গোলাপের মন ভারাক্রান্ত,
আকাশের আকাশি মিলিয়েছে নতুন কায়দায়;
তাকিয়ে দেখো -
সূর্যের আলো হয়েছে ম্লান,
ওগো বন্ধু, জানাই বিদায়।