ভালোবাসার অতিথি
ভালোবাসার অতিথি

1 min

1.2K
ওই যে ওধারে রাখেনি ওরা - সুন্দর ভবিষ্যতের আশায়,
নিজেকে গড়ে তুলতে হামেশা ভুল হয় ;
ওধারে মোমবাতি আকাশ ঢেকে সূর্য প্রসব করে -
একচিলতে প্রাণীজগত যথেষ্ট আমার কবিতার ভিতরে ।
ফ্রি ট্রিটমেন্ট বিগ্রহে নিদারুণ অরুচি -
আমিও শোকের হজমি চুষি,গন্তব্যের কাছাকাছি।
পরিস্থিতির দোয়া, নিদান দিয়েছে হুজুগে ঘরগুলো,
শ্মশান তো শেষকৃত্যে কাজে লাগে জানি,
বদলে ফেলি জ্ঞানের রকমগুলো।
আমার বসবাসে ভারাক্রান্ত আঁচড় নেই , নেই পরিচিতি।
আমি পৃথিবীর সেই অবুঝ স্তর হয়ে আছি -
ভালোবাসার অতিথি।