STORYMIRROR

বিকাশ দাস

Abstract

4  

বিকাশ দাস

Abstract

তুমি ফিরে যাও

তুমি ফিরে যাও

1 min
1.1K

তুমি ফিরে যাও...

যেখানে মাটি কথা বলে 

যেখানে বৃষ্টি কথা বলে 

নিঃশব্দ আনাবিল ছন্দে

নারী পুরুষ একাকার হলে ।


তুমি ফিরে যাও.... 

যেখানে গাছ গাছালির ছাদে 

পাখিরা ঘুমিয়ে পড়ে সোয়াস্তির শয্যায় ।

যেখানে আকাশ সন্ধ্যা দুয়ারে 

খিল দিতে ভুল করে লজ্জায় ।

কার দোষ বেশি কার কম হিসেবের ভাঙচুর    

দেখার ফেনায় চুল ভেজে অস্থিরতায়

নারী পুরুষ একাকার হলে।


তুমি ফিরে যাও.... 

যেখানে নিন্দের ছিটেয় জখম আঘাত লাগে

যেখানে প্রেম ভালবাসা অনুরাগ সহজে জাগে 

নারী পুরুষ একাকার হলে ।


তুমি ফিরে যাও.... 

যেখানে বয়সের ভার হারায়না ভরসার আয়না 

যেখানে শরীর পোহাই শরীরের আঁচে ষোলো আনা 

সমেয়ের মাটিতে রাতদুপুর 

নারী পুরুষ একাকার হলে ।


তুমি ফিরে যাও...

যেখানে বৃষ্টির ভেতর সমস্ত আকাশ পৃথিবীর টানে একাকার  

যেখানে জলের দেয়াল ভেঙ্গে ভালবাসার বাস্তুভিটের সমাহার 

নুন ভাতে দু’হাতের আদরে 

নারী পুরুষ একাকার হলে ।


তুমি ফিরে যাও...

যেখানে দু’চোখ মুদলে নদীর কিনারায় সাগর মেলে 

যেখানে ঈশ্বর বহিস্কৃত ধর্মের জাতপাতের রঙ ঢেলে 

কর্মের দিনমুজুরি রক্ত ঘামে 

নারী পুরুষ একাকার হলে ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract