STORYMIRROR

বিকাশ দাস

Classics

4  

বিকাশ দাস

Classics

হাগ ডে

হাগ ডে

1 min
1.0K

আলিঙ্গন... 

ভালোবাসা প্রদর্শনের উদাহরণ নয়। 

আলিঙ্গন...

সম্পর্ক সুচিহ্নিত করার উচ্চারণ নয়। 

আলিঙ্গন...

ভোরের উঠোনে ঘুমজাগা পাখির কুজন

মাটি জল গাছের শিকড়ের বন্ধুর স্বজন।

আলিঙ্গন...

অনুভবের নিঃশব্দ কবিতা। নিশ্বাস প্রশ্বাসের গভীরতা।

উন্মুক্ত হাওয়ায় আকাশে খাঁচা-বন্দী পাখির স্বাধীনতা। 

বাতাসের ছোটাছুটি। স্নিগ্ধ বৃষ্টিফোঁটা। সম্পর্কে সরলতা।

আলিঙ্গন...

শীত শীত শয্যার চাদর বালিশে উষ্ণতার উদারতা।

বাস্তবের দুঃস্বপ্ন একাকীত্ব ভেঙ্গেচুরে উজ্জীবিত জীবন 

অসহনীয় অন্ধকারে অন্তরে অন্তরে স্পর্শের আকুলতা।

স্মৃতি-মহলে রাজসংসার সাথে নিয়ে বাঁচার ব্যকুলতা।

আলিঙ্গন... 

পলকের নীচে লজ্জার মেঘ বৃষ্টির ধোয়া শিহরণ

উষ্ণ শ্বাস চোখের আলোয় স্বপ্নের চিত্ত বিনোদন

ভালোবাসার স্বীকৃতির প্রিয় গান। রমণ বিশোধন।

কুল ভাঙা হৃদয়ে আনন্দ সংশ্লেষ বন্ধুর আগমন

উপাসনার কুসুমে

ভালোবাসার উসুমে

সিঁদুরী আকাশে মেঘ-কস্তুরীর বৃষ্টি ঢেলে  

বাহুর বন্ধনে হৃদয়ে ঘর-দুয়ারে স্বর্গ পেলে

ঈশ্বরের স্বর্গ ঈশ্বর নিয়ে যাক নিজের দখলে।


আমার হাতে তোমার হাত দিও।

আমার সাথে তোমার স্বপ্ন নিও। 

তোমার হৃদয়ে দিনরাত থাকতে দিও।

অঙ্গীকারের আলিঙ্গনে বাঁচতে দিও।

জীবনের প্রত্যেক দিন

আকাশ খোলা আলোর চাদরে

সমস্ত অধিকার আলিঙ্গনের আদরে। 

 

আলিঙ্গনে… 

থাক ভালোবাসা নিশ্চুপ কথায় সত্যবদ্ধ

পৃথিবীর সমস্ত ভাষার আরাধ্যে আবদ্ধ। 


Rate this content
Log in

Similar bengali poem from Classics