প্রপোজ ডে
প্রপোজ ডে


সূর্য কবিতার অন্তঃস্থলে আকাশের ভোর
জীবনের অরণ্যে।
চাঁদ নিশ্চুপ শব্দ-জ্যোৎস্নার কথার উত্তর
শান্তির শরণ্যে।
ভালোবাসা ছুঁয়ে যায় আমাকে
ভালোবাসা ছুঁয়ে যায় তোমাকে
দু’জনের অন্তরে একটাই ধরণী
কল্পনার অস্তিত্ব বাস্তবতার সরণি
আজীবন সঙ্গে থাকার প্রতিশ্রুতি
ভালোবেসে সুখদুঃখের অনুভূতি।
আমি কাছে এসে
তুমি কাছে এসে
নিঃস্বতার মধ্যে নির্বিশেষে জড়িয়ে থাকার নিঃশ্বাসে
ঠোঁটের রঙে অজস্র প্রজাপতি ভালোথাকার বিশ্বাসে
প্রতিদিনের চড়াই-উৎরাই শুভেচ্ছার বর্ণমালার রাসে।