অক্সিজেন
অক্সিজেন
ভাবনা গুলো জমা থাক
উড়ালপুলের মাথার ওপর দিয়ে ঝর্ণা নদীর বুকেরমাঝে ফেলে আসা সকাল গুলো জমা থাক
তোর যৌনতায় বৃষ্টির সাথে ঠোঁট কামড়ে রাতের পরে রাত কাটানোর পূর্ণিমা জমা থাক
দুজনের সোজাসাপ্টা প্রেম জমা থাক !
চাইলেই তোর অহংকারে পুরোনো বাইপাস
চাইলেই ঝাউবনের আড়ালে জ্যান্ত চাঁদ
চাইলেই এঁটোকাঁটা পথের সাথে মাখতাম
চাইলেই তোর অভিমানী জলবিন্দুর রবীন্দ্রনাথ হতাম !
রাত বাড়লেই গোপন প্রেম খুব জোড়ে তোর চোখ জুড়ে আমার সাথে হারিয়ে যায়
এমনই যদি পরের জন্মদিন গুলোর সাথে আমি থাকতে পারতাম,
ছিনিয়ে নিতাম তোর সব আবদার, নদীর মতন শব্দ
বেশ তো হতো যদি সেদিনের বিছানায় মৃত্যু না হতো...