খেলা
খেলা


একটা সই আর শুরু হলো আমাদের দাম্পত্য অভিযান,,
বেশ চলছিলো.....
পক্ষীরাজে স্বপ্নে ভাসা,
তোমার বুকে আমার মাথা,
আমার মুঠো বন্দী ঐ ক্ষান্ত চাউনি ,,
পূর্ণিমা অমাবস্যার মতোই তালে তাল মিলিয়ে জোয়ার -ভাঁটার শিহরণ!
দিন রাত্রির সমীকরণ, চাল ডালের মাপ সবটাই ঠিক-ঠাক চলছিলো।।
কথা দিয়েছিলে.......
"আবেগে না, আত্মার চিলে কোঠায় রাখবে আমার প্রাণ মঞ্জুরি "।
পারতে না , আমাকে তোমার দিলাকাশের ক্যাকটাস করতে ?
বসন্তে অবহেলার পাগলামী নাই বা করতে!
নিজেকে গুছাতে আমার দালান নাই বা ভিজাতে,,
বৃষ্টি ভেজা বেদুঈন, আর এক সলতে আলো
আমার কুড়ে ঘর,,
আঁকা-বাকা জলছবি , বালির চিত্রপট।
মেঘের চোখে রক্তিম আভা, এবার বৃষ্টি হোক ।।
কথা রাখেনি.......
ভরসার মাটিতে নেমেছে ধস,
আগুনে ভিজেছে মন,
বিশ্বাস আজ শিখর ছোঁয়নি ,
ভালোবেসে জিতেছে কৌন ?
একটা প্রশ্ন.....
নদীর বুকে বাঁধ, পাহাড়ে ঝরনা ঝরা,
কালের ক্ষনে পৌষ, ইদারাই আজ খরা,,
আমার অনুচ্চারিত ভালোবাসা কি স্পর্শ করেনি তোমার স্পন্দনকে ??
"এক মুঠো কাঠ গোলাপই দিও, আকাশ মেঘলা হলে !
বর্ষার নীল শাড়ি চাচ্ছিনা, তোমার ঐ আকাশ দিও আমায়" ।।
সেদিনের সই টা ছিল ভলোবাসার,
আর আজকে অবহেলার !
ছাড়পত্র একমাত্র প্রমান আমাদের মূহুর্ত প্রেম খেলার !