মায়া শান্তনু ইন্দ্র
মায়া শান্তনু ইন্দ্র
চার দেয়ালের আড়ালে ফেলে
রেখে টা টা করে গেলি তো;
যেখানে শুয়ে আমাকে স্বপ্ন
দেখিয়েছিলি,
সেখানে লেগে ছিল তোর
গায়ের দুধের গন্ধ ;
আর ছিল তোর... তোর গায়ের
নারকেল তেলের সুবাস ।
আমার ভাগ্য তুই সেগুলো
নিয়ে যাসনি । ওই গন্ধটাই
ছিল আমার অনেক দিনের আলো ।
সবাই নিজের বাড়ি যায়, তুমিও
গেছ, নতুন কি আর কিছু !
কণ্বমুনী শকুন্তলা কে বিদায় দিয়েছিল,
এভাবেই... নিজের বুকটাকে চুরচুর করে ;
হয়তো। আমি সামান্য...
তোমাকে দাবি করলে তোমার ক্ষতি !!!
পারবো না... পারবো না...পারবো না।
