STORYMIRROR

Bisweswar Mahapatra

Tragedy Others

5  

Bisweswar Mahapatra

Tragedy Others

যুদ্ধমন্থন

যুদ্ধমন্থন

1 min
469

একদেশ এক রাজপথ ও হাজার রাজা

চতুরঙ্গে সেজে সবে মিলে করছে মহারণ,

মন্ত্রী সান্ত্রী পাইক কতোয়াল বরকন্দাজ

সেথায় আজও নির্বিচারে করে মৃত্যুবরণ৷

তাদের রক্তের স্রোতে ভেসে প্রবাহিত নদী

কত সীমন্তীনির সিঁথি মুছে চলে এ বিনাশ,

তবুও কত রথী মহারথী সে মহারণ রণি 

দেখি জীবনের তরে জীবনে করিছে গ্রাস৷

কি ভাবে আজ হবে সমাপন তাহার দ্বৈরথ 

বোঝাইবে কে'বা মহাঘাতি রণের ফলাফল,

এ যে অতলতলের সমুদ্র কে মথিয়া মথিয়া 

অভিলাষে অমৃতের সাথে উঠিতেছে হলাহল৷

আজ আর সেই মারক হলাহল কন্ঠে ধরিতে

অগ্রসর হয়ে আসে নাই আর কোন সদাশিব,

সমূহ গরলে নীলকন্ঠ হয়ে রক্ষা করিবে ধরা

বাঁচাতে বিশ্বচরাচর মাঝে যত জগতের জীব


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy