STORYMIRROR

Bisweswar Mahapatra

Abstract Fantasy Children

3  

Bisweswar Mahapatra

Abstract Fantasy Children

ঘুম পাড়ানি মাসি পিসি

ঘুম পাড়ানি মাসি পিসি

1 min
474

ঘুমপাড়ানি মাসি পিসি

ঘুমপাড়ানি মাসি পিসি 

আছো কোন সে পরির দেশে?

আমার সোনার চোখে ঘুম দিয়ে যাও 

চোখের পাতায় বসে৷

বাটায় ভরে সাঁচি পান যে দেবো 

গালটি ভরে খাও,

ছোট্ট সোনামনির চোখে শুধু 

ঘুম টি দিয়ে যাও৷

মাছ কুটবো মুড়ো দেবো

 ধান কুটবো কুঁড়ো দেবো,

ধবলীর গাভীর দুধ ও দেবো

বসতে কাঠের পিড়ি দেবো৷

এই মায়েরই লোরির সুরে

একটু সদয় হয়ে চাও,

আমার সোনার চোখে শুধু

ঘুম টি দিয়ে যাও৷



Rate this content
Log in

Similar bengali poem from Abstract