নজরবন্দী
নজরবন্দী
কি নজরে বন্দী আমি নজরদারের
যায় না জানা আপনা হতে অন্ধকারে,
আঙন ঘিরে তাই উঠেছে মস্ত বেড়া
যায় না ভাঙা একলা হলে সংসারে৷
নদী চলে দু'কুল বেয়ে আপনি স্রোতে
বাধা পেলে চর পড়ে রয় মাঝ খানে,
তার সেই স্রোতের বুকে ভাসিয়ে নাও
উজান ভাটি পার হয়েছি সারি গানে৷
