সবে বুকে টেনে নেই
সবে বুকে টেনে নেই
সবে বুকে টেনে নেই
মোঃ হেদায়েতুল ইসলাম
বোঝা ভালো বেশি বোঝা ভালো নয়,
সাহস থাকা ভালো দুঃসাহসী হতে কে কয়।
ভালো মন্দ বুঝে এসো বলি চলি,
মিছে হানাহানি কেন করি দলাদলি।
মানহীন জিনিসের মান দেওয়া যাবে না,
সমাজটা হবে ধ্বংস কেন বুঝে বুঝি না।
নয় স্বজন প্রীতি যোগ্যতা দিয়ে কাজ করি এসো,
যোগ্য জ্ঞানীগুণী মানুষকে মন থেকে ভালোবেসো।
পাপ করে যার নেই অনুতাপ ব্যথা,
পাপের শাস্তি হবে নহে মিছে কথা।
দুর্নীতি যারা করে তাদের দিও নাকো ছাড়,
ধরে দুর্নীতিবাজের ভেঙে দাও ঘাড়।
ভালো কথা ভালো কাজের এসো মোরা উপহার দেই,
বিনয় ভালোবাসায় মানুষকে এসো সবে বুকে টেনে নেই।
