এই গরমে
এই গরমে


তপ্ত রোদে ঘামছে মানুষ হাক ছাড়ছে জোরে,
তীব্র দাহে অতিষ্ঠ কেউ কেউ যাচ্ছে মোরে।
ধুধু করছে মাঠগুলো সব পশু পাখির কষ্ট গেছে বেড়ে,
তীব্র রোদে ক্লান্ত শ্রমজীবী ঘাম ফেলছে ঝেড়ে।
মহিষগুলো নামছে জলে উঠতে ওরা চায় না।
কিশোর গুলো খেলছে জলে ওরা মেলায় যাবে ধরছে নানান বায়না।
আইসক্রিম মালাই আর ঠান্ডা পানীয় মানুষ খাবে,
ঠান্ডা জলে ঠান্ডা হাওয়ায় মানুষ একটু শান্তি পাবে।
এই রোদেতে প্রাণীগুলো শ্বাস ছাড়ছে হা করে,
শীতল বাতাস একটু পেলে মানব জীবন শান্তিতে ওঠে ভরে।
এই গরমে বহু মানুষ নানা রোগে পড়ে শুয়ে,
বৃদ্ধ শিশু লতা পাতাগুলো রোদে যাচ্ছে ন্যুয়ে।
অসহ্য এই রোদের গরম থেকে মুক্তি চায় সবে,
ধরা মাঝে শান্তি আনতে সকলের কাজ করতে হবে।