অভিনয়
অভিনয়


কাজলরাঙা ও চোখে
একদিন ছিলো আমার স্বপ্নের ঢেউ।
মিথ্যায় গরা, এ পাষন শহরে
আজকাল আমরা
কারোর খোঁজ রাখি না কেউ।
হঠাৎ সেই দিন দেখা হলো তোমার সাথে
জোছনা ভরা রঙীন রাতে
এমন করলে তুমি অভিনয়।
দাঁড়িয়ে থাকলাম আমি চেনা অচেনার সীমারেখায়।।
প্রিয় জন চলে যায়, ভুলে যায় পরিচয়
যতদিন বেঁচে আছি ,ততদিন করে যাই অভিনয়।