শিশু দিবস
শিশু দিবস
শিশু দিবস হচ্ছে পালিত
আজ কেলেন্ডারের পাতায়।
শৈশব হারিয়ে গেছে প্রতিযোগিতায়
আজো শিশু শ্রমিক হয়ে যায়
কেউ পেটের জ্বালায়।
কোথাও বন্দী শৈশব আজ
কম্পিউটার ,মোবাইলের বই খাতায়।
খেলার মাঠ তো হারিয়ে প্রোমোটারে থাবায়।
গাছ পালা বা আকাশ বাতাস
গিলেছে শহুরে সভ্যতায়
সুর্য ওঠে কোন রংএতে উঠে, কখন বা অস্ত যায়
শুইটুকুও দেখার নেই গো ওদের উপায়।
হতে হবে অনেক বড় লোক,
ভালো মানুষ নাই বা হোক।
নিয়ে পিঠে বইয়ের বোঝা
প্রতিযোগিতায় পথে এগিয়ে চলে ওরা সোজা।
নাইবা পেলো সজনদের মিষ্টি ভালোবাসা।
যান্ত্রিক জীবনে হোক যত কোনঠাসা।
হ্যাপি চিলড্রেন ডের পোস্ট হওয়া চাই খাসা
© Manab Mondal
