ইছামতী
ইছামতী


ইছামতী তোর ভরা জোয়ার,
সময় হয়েছে গাঙে ভাসবার।
নৌকার বাধন তাই খুলে নিলাম,
আকাশের সাথে পাড়ি দিলাম।
ঢেউ ছুটেছে উজান পানে,
মন ছোটে তাই স্রোতের টানে,
এক আকাশ সুখ সাথে নিয়ে,
ভেসে চলেছি দাঁড়খানি বেয়ে।
মোহনাতে হবে তোর সাথে আড়ি,
তোরে নিয়ে আর চলতে নারি।
সাগরের বুকে দিতেই হবে ঝাঁপ
ঘরে আমার কচি বৌ আর বুড়া বাপ।
বৌ আমার স্বপন করেছে বপন
ভরা পুয়াতি, অবস্থা এখন তখন
বুড়া বাপটা কোনদিকেতে যায়
ঘাটের পানে চেয়ে দিন কাটায়!
মহা সমুদ্দুরে তাই ভেসেছি,
মৎসকন্যার আশায় জাল ফেলেছি।
সাঁঝবেলাটা পেরিয়ে এলে
ঘুম ঘুম চোখে স্বপ্নেরা ডানা মেলে!
নিদ্রাদেবীর ছইয়ের ভিতর আসা বারণ,
বিপদ ওত পেতে থাকে কোথায় কখন?
রাত ভোর হলেই যাত্রা শুরু
ঈশান কোনে বাদল করে গুরু গুরু!
চিৎকার ওঠে সামাল! সামাল!
ডরায় কেরে আমরা দামাল!
উথালি পাথালি ঢেউয়ের মাঝে
পরাণ বীনার সুরটি বাজে!
পেরিয়ে যাবোই হার না মেনে
ইছামতী শুধুই তোমার টানে
তোর বুকেতেই স্বর্গসুখ,
ভাটালিতেও হাসি মুখ।
জীবনে মরণে শুধু তোকেই পেয়েছি
ইছামতী...তোকেই যে ভালবেসেছি॥