কান্না-হাসির দোলায়
কান্না-হাসির দোলায়


রঙহীন ঐ চোখের জলে
কিছু ছবি তবু আঁকা হয়
কান্না ভাষায় বদল হলে
কবিতার অংশ হয়ে রয়॥
নোনতা স্বাদ সেই জলের
যে গাল বেয়ে গড়িয়ে পড়ে
চাপা কান্না দুঃখী অন্তরের
মনের কোনে গুমড়ে মরে!
অবচেতনা স্বপ্ন দেখায়
রংধনুর রঙে সাজে মন
অশ্রু সব ধুয়ে নিয়ে যায়
হৃদয়ে রক্ত ঝরে যখন।
এক সমুদ্র কান্না বেরিয়ে
মনের ভার হালকা করে
ধুসর চাদর সরে গিয়ে
মেঘ ভেঙে তাই বৃষ্টি ঝরে।
হাসলে সবাই হাসে সঙ্গে
কাঁদতে হয় তো লুকিয়েই
বিকিকিনির ঐ রস-রঙ্গে
হাসি কান্না যায় বিকিয়েই।
হাসি কান্না নাকি হীরা পান্না
আগুপিছু চলে দুজনায়
স্বচ্ছ তারা, না জানে ছলনা
মূল্য যদি নাও ধরে দেয়॥