ভালো-সহস্ররুপে-বাসা
ভালো-সহস্ররুপে-বাসা


প্রিয়তমার দর্শনের উম্মুখতায় আকূল সৈনিক -
দেশের সীমান্তে দাঁড়িয়ে ঘরে ফেরার দিন গোনে,
আবার অর্থের মায়ায় দূর দেশে গিয়ে
কেউ অর্ধাঙ্গিনীর ভালোবাসা খোঁজে আনমনে।
প্রিয় মানুষটিকে সুখ খুঁজে দিতে চায় সবাই,
ভালোবাসার দাম মেটাতে মরিয়া সকলেই,
সারাদিনের ঘাম ফেলা কাজ শেষে সে চায় -
একমুঠো সুখ প্রিয় হাসিটার মধ্য দিয়েই।
স্কুলে পড়া ছেলে বা মেয়েটাও কল্পনা করে -
ভালোবাসা ঠিক কেমন, কি সেই অনুভূতি?
আর একলা মানুষও চায় ভালোবাসার আশ্রয়,
ভাবে একটু ভালোবাসলেও বা কিসের ক্ষতি?
সদ্য অনাথ খোঁজে বাবা মায়ের টান কে,
জনক জননীর ভালবাসার টান যে অনন্য,
ভালবাসা মানেই ত্যাগ আর পিছুটান,
ভালবাসা মানে সঙ্গ দেওয়া ভালবাসার জন্য।
ভালবাসা হলো আরেক দুর্বলতার নাম,
যাতে সকলেই আকৃষ্ট, যা সবারই প্রয়োজন,
ভালোবাসার তাগিদেই মানুষ বাঁচে,
এর মাঝে সারা জীবন খোঁজে বেঁচে থাকার কারণ।
#lovelanguage