হে প্রিয়
হে প্রিয়
হাত ধরে, হেঁটে হেঁটে
অবেলায় পথ হারানো।
তোমার আমার, সেই গল্প
লেখা বাকি, আছে এখনো।
হে প্রিয়, তুমি লিখে দিও,
বাকিটা সেই গল্পের খাতাটায়।
বলো প্রিয়, তুমি হাসবে তো
আমার সাথে সেই সকাল বেলায়?
যেন কখনোই ভুল করে
ছেড়ে যেওনা আমাকে।
তাই সাবধানে বাড়ি ফিরো,
সন্ধ্যে নামার আগে।
বলো প্রিয় তুমি থাকবে তো
আমার পাশে চিরকাল??
বলো প্রিয় ভালোবাসবে তো
আমায় সব সন্ধ্যে সকাল?
হৃদয়ের গোপনে খুব যত্নে
তোমার নামটি লিখে রেখেছি।
সেই রাত জাগা স্বপ্নতেও
তোমায় আমি খুঁজেছি।
বলো প্রিয় তুমি যাবে তো,
আমার সাথে সেই রূপকথায়?
হে প্রিয় তুমি উত্তর পাঠিও,
সেই গোলাপী রঙের চিঠিটায়।