STORYMIRROR

biswadip karmakar

Drama

2.4  

biswadip karmakar

Drama

রবিঠাকুর

রবিঠাকুর

1 min
1.9K


রবি আসে বৈশাখে

ফিরে যায় শ্রাবণে

থেকেছে সবার কাছে

স্মৃতি হয়ে এমনে।


কখনো হাতের লেখা,

কথাবলা ভাষাতে।

কখনো প্রেমের চিঠি,

পরীক্ষা খাতাতে।


ভীড়বাসে ক্লান্তিতে

হেডফোন দুকানে,

রবি ঠাকুরের কথা,

কবিতাতে বা গানে।


গুপ্তধনের খোঁজেল

কেউ জাগে সারারাত,

রাত জেগে শেষ করে

বৌ ঠাকুরানী হাট।


নষ্ট নীড়েতে চারু

একাকীত্বে জীবন,

অমিতে লাবণ্য খুঁজে

পাঠকের কাঁদে মন।


ভোরের আকাশ হোক

অথবা গোধূলী লগন।

একাকিত্বে সাথী

রবি ঠাকুর-ই যখন।


চোখ বুজে শুনে যাই

খুঁজে পাই নিজেকে,

এত যে মনের কথা

কে বলে তোমাকে।


দেবতাই পারে শুধু

করতে এত সাধন।

শুভ এ জন্মদিনে

তোমারে করি নমন।


Rate this content
Log in

Similar bengali poem from Drama