বেকার
বেকার
বেকার প্রেমিক,দোষটা হাজার ;
সারাদিন কাজ গল্প খোঁজার।
বানিয়ে গল্প,বিকেল বেলায় ;
প্রেমিকাকে,সে গল্প শোনায় ।
একদিন,রাস্তা দিয়ে যাবার ফাঁকে;
ফুলবাগানে দেখলাম তাকে।
একসাথে বসে প্রেমিকারা..চার,
জমে উঠেছে কথার বাহার।
দেখি বৃদ্ধাশ্রমের বাগান কোনে,
সে,সব বুড়িদের গল্প শোনে।
কার কটা ছেলে মেয়ে,কে অফিসার;
বিদেশেতে আছে আত্মীয় কার
এসব শুনে তোর কি হবে ?
রাত্রিতে আমি বলি তাকে।
এমন সমাজ সেবা ছেড়ে ;
চাকরি জোটাতে মনটা দেড়ে..!
জগতে এখন এমনই হয়;
স্বার্থ ছাড়া কেউ কারো নয়।
দুদিন পরে তুইও হবি,
কাজের জন্যে শহরে যাবি।
সেখানে ফ্লাট নামে এক ছোট্ট ঘরে,
যেখানে থাকলে স্টেটাস বাড়ে ।
সেই স্টেটাস..! শুধু তুই কামাবি
বাবা,মাকে তুইও ভুলেই যাবি।
বেকার থামিয়ে,বললো আমায় ;
সব আমে কি পোকা পাওয়া যায় ?
অমন স্টেটাস চাই না আমি ;
মা,বাবা আমার অনেক দামী।