Ajanta Basu

Drama Tragedy

2.1  

Ajanta Basu

Drama Tragedy

ক্ষুধার্ত

ক্ষুধার্ত

2 mins
2.5K


ফুটপাথ এ বসে থাকা ওই ক্ষুধার্ত শিশু,

একমনে বসে খড়ি দিয়ে আকছে রাস্তায় কিছু

হায়রে কপাল তোর্ শীতের এই হিমেল হাওয়াই গায়ে নেই

এক ফালি কাপড় ক্ষুধার জালায় কি তবে আঁকছিস ওই পাথুরে রাস্তার উপর

তোর্ মা কোথায় ?..কোথায় সেই অসহায় ভিখারিনী

হইতো অন্নের জন্য হন্য হয়ে ঘুরছেন রাস্তার চারিদিকে

কিরে কি আঁকছিস ওই পাথুরে রাস্তায় ,..ও রাস্তা আমি চিনি

ওই রাস্তা বড় নির্মন কঠিন তোর্ খড়ির আকা ও নেবে?


কোথায় তোর্ মা ভেবেছিল হইতো তুই আকবি chalk দিয়ে স্লেট এ

কিন্তু সেই ভাবনার সরলতা তো র বোঝেনি রে

বোঝেনি সোশ্যাল ডাস্টার , তাই দিয়েছে এক নিমেষে মুছে…

কি দেকছিস তাকিয়ে ওই স্কুল পড়ুয়া গুলো কে

নাকি দেকছিস ওদের পিঠের ব্যাগ র হাতের ওয়াটার বোতল টা কে

জানি তুই পিপাসার্ত তাই তোর্ চোখ একটু জল খুজছে..

কি নিস্পাপ তোর্ এই দৃষ্টি , যে বোঝে না এই কঠিন বাস্তব র poverty র জাল

যে বোঝেনা ডাস্টবিন এ পরে আছে খাবার তবু তার হাতে নেই একটাও ফল

সে শুধু জানায় এক টুকরো অভিমান তার ভিখারিনী মায়ের কাছে

আর হইতো জানায় কোনো অদৃষ্ট কে কেন সে আজ ও আছে রাস্তায় পড়ে,

শেষ পর্যন্ত কি ভারাক্রান্ত মনে ঘুমিয়ে পরলি এই পাথুরে রাস্তায়.

থাক আর ডাকব না ঘুমিয়ে থাক তোর্ এই বিশস্ত আস্তানায

কারণ তুই যদি প্রশ্নবান আকিস ওই পাথুরে রাস্তায়

ও তো সেটা কে optional question বলে উড়িয়ে দেবে সস্তায়

উড়িয়ে দেবে ধুলোর মত আবর্জনার স্তুপে,

তার চাইতে তুই ঘুমিয়ে থাক নিশ্চিন্ত মনে

নিজের নিশ্চুপ অসহায় জগতে অদৃষ্টের স্বপ্নজাল বুনে...


Rate this content
Log in