পরিবর্তন
পরিবর্তন


দেশে নাকি উন্নয়ন হবে,আরো হবে পরিবর্তন,
সিঙ্গাপুরের কলা খাবে কেউ,গঙ্গায় হেগে লন্ডন।
কিভাবে কি হবে? তার উত্তর,এখনো যে মেলা ভার।
সিগারেট ফুঁকে বাবু ভেবে কয়, কি যে হবে দেশটার!
উন্নয়নের গল্পের ফ্লেক্স,রাস্তার মোড়ে মোড়ে,
দিশেহারা কিছু বেকার যুবক রাস্তায় শুধু ঘোরে।
রোজকার এই খবর কাগজে, কত গল্পই ছাপে,
দেশে যে কত বেকার আছে,সেই কথা কেউ মাপে ?
উন্নয়নটা হয়েছে হয়তো,পকেট পকেট ঘুরে
তাই হয়তো প্রচার এতো, চারপাশে বাড়ে বাড়ে
নীল সাদা লাল,গেরুয়া সবুজ,সব রঙেরই দখলদারি
পরিবর্তন নামেই শুধু,বাড়ছে কিছুটা দেখনদারি।
আশিক্ষত নেতারাই সব,গড়ছে নতুন শিক্ষা সমাজ,
টাকা দিয়ে আমি শিক্ষক হবো,তাহলে আবার কিসের লাজ।
শহরে শহরে, বিজনো নগরে,যখন যেখানে ভ্রমি;
টাকা নেই আর চাকরি খুজিছো,পাগল নাকি তুমি !
বেকার আমি,বেকার তুমি, করছি তো চিৎকার,
ভোটের সময়ে চোখে দেখি না,টাকায় অন্ধকার।