biswadip karmakar

Romance Tragedy

2  

biswadip karmakar

Romance Tragedy

কথার দাম

কথার দাম

1 min
1.2K


তোর সাথে আমার স্বপ্ন পুড়ছে,

কাঠ কয়লা আগুনের।

স্বপ্ন যেটা দেখেছিলাম,সেই

পূর্ণিমারাত ফাগুনের।


বলেছিলিস; কথা রাখবি,

কথাতে তোর মিল কোথায় ?

এখনো দেখলে হাসির মোড়ক,

লাগিয়ে রাখি সব ব্যথায়।


বলেছিলিস তুই সিমলা যাবি

পাশে ছিল দুই বান্ধবী।

সেসব কথা মনে আছে কি ?

মিটেছে কি তোর মনের দাবি ?


এ ব্যাপারে কিছু বলিনি তোকে,

আগামীতেও কিছু বলবো না।

আমার জীবনে কাক ভোরে দেখা,

তুই স্বপ্ন ছাড়া আর কিছু না ।


Rate this content
Log in

Similar bengali poem from Romance