STORYMIRROR

TARANI MIDEA POINTS

Romance

5  

TARANI MIDEA POINTS

Romance

পদচিহ্ন

পদচিহ্ন

1 min
733


পদচিহ্ন ||তরণী কান্ত সুমন 


অনন্যা-

অজান্তে তোমার গভীরে ঘুরে ফিরে আসি বার বার। 

তোমার ভাজে ভাজে স্পর্শের অনুভূতি গুলো আমাকে তন্দ্রাচ্ছন্ন করে;

খুঁজে ফিরি মোহনায় রত্নগুলো তোমার অকূল সীমানায়!! 


তোমার অরণ্যে পাঁপড়িঝড়া ফুলগুলো আজ আমাকে বড্ড বেশি আব্দলিত করে।

ঘ্রাণে খুঁজে পাই মধুবসন্তের অভয়াস্থান-

style="color: rgb(0, 0, 0);">নিঃশ্বাসে বেঁচে থাকে ভালোবাসার পদচিহ্ন!! 


অনন্যা- 

তোমার অরণ্যে আজ আমি বসন্ত কুকিল!

প্রকৃতির রঙ মেখে কন্ঠে আজ ভালবাসি কুহু-কুহু কলতানিতে মুখরিত করি

সবুজ অরণ্যে রঙিন স্বপ্ন আঁকি!! 


তোমার আহ্বানে কাঁটাহেরি পদ আজ ছাড়িয়ে এসেছি দূর বহুদূর।

বনোদস্যুর জাত ছোবল অকুতোভয়ে লালন করেছি তোমার প্রস্ফুটিত প্রেম।।



Rate this content
Log in