পদচিহ্ন
পদচিহ্ন


পদচিহ্ন ||তরণী কান্ত সুমন
অনন্যা-
অজান্তে তোমার গভীরে ঘুরে ফিরে আসি বার বার।
তোমার ভাজে ভাজে স্পর্শের অনুভূতি গুলো আমাকে তন্দ্রাচ্ছন্ন করে;
খুঁজে ফিরি মোহনায় রত্নগুলো তোমার অকূল সীমানায়!!
তোমার অরণ্যে পাঁপড়িঝড়া ফুলগুলো আজ আমাকে বড্ড বেশি আব্দলিত করে।
ঘ্রাণে খুঁজে পাই মধুবসন্তের অভয়াস্থান-
style="color: rgb(0, 0, 0);">নিঃশ্বাসে বেঁচে থাকে ভালোবাসার পদচিহ্ন!!
অনন্যা-
তোমার অরণ্যে আজ আমি বসন্ত কুকিল!
প্রকৃতির রঙ মেখে কন্ঠে আজ ভালবাসি কুহু-কুহু কলতানিতে মুখরিত করি
সবুজ অরণ্যে রঙিন স্বপ্ন আঁকি!!
তোমার আহ্বানে কাঁটাহেরি পদ আজ ছাড়িয়ে এসেছি দূর বহুদূর।
বনোদস্যুর জাত ছোবল অকুতোভয়ে লালন করেছি তোমার প্রস্ফুটিত প্রেম।।