- শুভ - নন্দন -
- শুভ - নন্দন -
1 min
2.2K
দেখা হলো তব সনে মোর,
চির নূতন-শুভ নন্দন্-প্রাঙ্গনে।
আবিরে আবিরে রাঙ্গানো
ছিল সেদিন মম প্রানও সদনে।
মৃত এ অঙ্গে-সঞ্জীবনী সম,
প্রানও পশিল তব পরসনে।
তব সনে দেখা হলো মোর ,
শুভ নন্দনও প্রাঙ্গনে।
সাঁঝ রঙে - ভীরু হস্ত মম
সাজালো তব সিঁথি যতনে।
অঁগুরিও বদলের পালা আশিলো যখন,
কম কি পড়িল রতনে!
ঝিনুকের মালা এলো,
এলো শত পুষ্প বরণে।
প্রকৃতির সাধ মিটিলোনা কভু,
প্রতিশ্রুতির জীবন সহমরণে।
বোনও ফুল সাজে-বাহুডোর মাঝে,
আসিলে যখন মিলনো রাতে,
অধারা চাঁদও ধারা দিলো হৃদকমলে।
দেখা হলো তব সনে মোর,
চির নূতন-শুভ নন্দন্-প্রাঙ্গনে।