চাওয়া পাওয়া
চাওয়া পাওয়া


তুমি যেমনটা চাইতে, হয়তো আমি তেমনটা নই,
তবে ভালবাসি তোমার নরম হাত,
এক জোরা হাত,
আমার হাতের মাঝে থাকতে থাকতে ঘেমে যেতো,
মুছে যেতো সব রেখা,
ভবিষ্যতের সাথে আমার সখ্যতা কই।
তুমি চাইতে ভীষণ মন মালিন্যতার পরও,
জমে থাকা মেঘেদের গায়ে আঁচড় কাটি,
আর বলি এবার ঝরে পড়।
আমি কিছুই দিতে পারিনি তোমায়,
এখন বুঝতে পারি,
শুধু তোমার কোলে মাথা রেখে দু চোখ বুজেছি,
আর ভেসে গেছে তরী।
আমার স্বপ্নের তরী।
তোমার ছিল ভীষণ রাগ আর খানিকটা সন্দেহ,
ভয় লজ্জা অভিমান, তোমার মনে কি যে চলতো,
তবে আমার প্রিয় ছিল তোমার দুচোখ,
রৌদ্র ছায়া ঘেরা, বৃষ্টি ভেজা দুই চোখ,
সেইতো ছিল আমার মুক্ত আকাশ,
যেথা তোমার আমিতে ছিল আমার বাস!
তুমি চাইতে সম্মান আর প্রশংসা
আমার পছন্দ ছিল তোমার পা
নূপুর পড়া সুন্দর দুটও পা
যখনি ছুঁতাম তুমি লজ্জা পেতে।
আজও জানি না এই লজ্জারা কোথায় থাকে,
তোমার পায়ে না আমার হাতে!
তুমি যেমনটা চাইতে, হয়তো আমি তেমনটা নই,
ভালবাসি তোমায় তা বলার সুজোগ কই।