STORYMIRROR

Ujjal Mitra

Classics

4  

Ujjal Mitra

Classics

দেখা হবে

দেখা হবে

1 min
1.2K

কথা ছিল দেখা হবে গ্রীষ্মের দিনে

আসিলে তোমায় আমি ঠিকই নেব চিনে।


প্র‍য়োজন ছিল আরো কিছু উষ্ণতার

শীত ঘুম ভাঙার বার্তা সমীরনে

অভয়ার বাণী আগমনে যে তার

ঝড়া পাতাও পুড়ল সবুজ আগুনে।


চরন বরনে যদিও দ্বিধা ছিল

আলিঙ্গনে প্রেম আমার তোমায় চাহিল


কলুশতা মলিনতা যাহা কিছু

কালবোশেখী এসে সব উড়ায়ে দিল

অবুঝ স্মৃতিরা তবুও নিল পিছু

তোমার পরশে মাটি সোনা রুপ নিল।


শাখে শাখী ধরিল যে গুঞ্জরণে

জাগিল পুস্প মম হৃদয় কাননে।


কুলকুল বয়ে চলে ছন্দের নদী

গান ধরিল প্রান সখা তোমার স্মরণে

সূর্য স্নানে পূর্নহয় এ যাত্রা যদি

রবি তুমি জন্মিলে গ্রীষ্ম লগনে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics