STORYMIRROR

Nandita Pal

Classics

5  

Nandita Pal

Classics

নতুন ঠিকানা

নতুন ঠিকানা

1 min
533


হাত ধরে পথ চলতে চলতে

তোকে ছেড়ে দিতে হয় তোর নতুন ঠিকানায়,

যেখানে বাইরে থেকে শুধু দেখা,

শুধু অল্প কথায় কিছুক্ষণ।

আকাশ কালো হলে ঘন অন্ধকারে

তুই ভয় পাবি বলে হাতটা বাড়াই,

আজ ও বাড়িয়ে থাকি একই ভাবে।

ছোট কথার আবদারে তোর বারবার,

খুঁজতে থাকি আবার কোন অছিলার।

একরাশ কথার ভিড়ে সময় ছিল কম,

এখন শুন্য ঘরে সেই কথারা গুন গুন।

তুই আসবি বলে সেই গোনা দিন।

আঙিনায় সেই রোদ্দুর আজ ও,

সকালের সেই ব্যস্ততা এখন শুধু নেই,

হেলতে দুলতে দিন গড়িয়ে বিকেল,

আবার তৈরি হই তোকে ছাড়ব বলে,

যেখানে তোর নতুন ঠিকানা, যেতে যে দিতেই হয়।



Rate this content
Log in

Similar bengali poem from Classics