তুমি ডাকলে অমন করে,
তুমি ডাকলে অমন করে,


তুমি ডাকলে অমন করে,
তিরতির নদি পায়ে হেঁটে চলার মত,
ছাতিম ফুলের মিষ্টি গন্ধের টানে,
মন জড়িয়ে ধরা স্মৃতির মালার মত।
তুমি ডাকলে অমন করে,
আকশ জুড়ে নামল বৃষ্টি যেন
এক পা আর এগোবার সায় নেই
তোমার দাওয়ায় গিয়ে চুপটি করে দাড়াই।
তুমি ডাকলে অমন করে,
ছিড়ে গেল মায়া মোহের ঘোর,
অহংকারের খোলস গুলো ঝ’রে
আমি তোমার কাছে এলাম যে ফিরে।
তুমি ডাকলে অমন করে।