STORYMIRROR

Nandita Pal

Romance Others

3  

Nandita Pal

Romance Others

বৃষ্টি এলো

বৃষ্টি এলো

1 min
46



এলো সেই আকাশ জুড়ে কালো আঁচলে,

দপ্তর থেকে ভেসে এলো সাগরে যেও না বলে।


তুমি এলে বলে উজান হাওয়াটা নিশ্চয়ই মুখ ঘোরালো,

তোমার ছোঁয়ায় আনমনা মন আবার সীমানা পেরোলো।


অনাহুত তো কি হয়েছে ছাতার বাহারে তোমাকে চাই,

গাড়ির কাঁচ নামিয়ে এক পশলায় যেন চুপ হয়ে যাই।


আবহাওয়াটা কি যে হল, গুরুজনেরা ভাবছে খটোমটো,

হলই নাহয় বেহিসেব, বৃষ্টিকে দাও না বসতে একটু।


কোন শহরে কে এই সময় ঠাণ্ডায় এমনি ভেজে,

চিন্তা হলেও, জানি, তোমায় প্রান রয়েছে মজে।


ফসলের হবে ক্ষতি, অসময়ে শরীরে সইবে কি তা,

থাক না ওসব, কার্নিশ থেকে টুপটাপ ঐ যে বৃষ্টি কথা।


Rate this content
Log in