তুমি আমি..
তুমি আমি..
তোমার আমার একজীবনের পথ
সমান্তরাল সরলরেখায় বাঁধা
তোমার আমার দুই হৃদয়ের প্রেম
তানপুরাতে সুরে সুরে সাধা....
একজীবনের তীব্র চাওয়া পাওয়া
অন্যজীবন যত্নে ঢেকে রাখে
একজীবনের অনাদর উপেক্ষা
অন্যজীবন আদর মেখে ডাকে....
তোমার আমার দৃষ্টি বিনিময়
চোখের তারা নীরব কথা বোঝে
তোমার জীবন ডাকছে আমায় কাছে
আমার জীবন কেবল তোমায় খোঁজে....
একজীবনের অপেক্ষা অবসান
অন্যজীবন বিরহ স্বপ্ন গাঁথে
এমনি করে থাকল নাহয় রেশ
দুই জীবনের আলাপন একসাথে....
এমনিভাবে কাটুক বসন্ত দিন
রাত পেরিয়ে সূর্য ওঠা ভোর
আদর আর অনাদরের মাঝে
তোমার আমার প্রসবিত শহর...