পরিবর্তন..
পরিবর্তন..


অনেকদিনের পরে হঠাৎ
একটুকরো আলো এসে,
ভরিয়ে দিলো চোখের তারা
ভিজিয়ে দিলো ভালোবেসে ।।
অনেকদিনের পরে আবার
বৃষ্টি হল মনের ঘরে,
জল থইথই পাঁজর জুড়ে
তোমায় ভীষণ মনে পড়ে ।।
অনেকদিনের পরে এল
শিমূল, পলাশ, বসন্ত রাগ,
নতুন পাতা, সবুজ কুঁড়ি
মিলিয়ে গেছে আঁচড়ের দাগ ।।
অনেকদিনের পরে দেখি
একলা কিশোর কিশোরী মিলে,
জল ছুঁই ছুঁই জলের খেলায়
স্বপ্ন ভাসায় শেষ বিকেলে ।।
অনেকদিনের পরে আমি
জ্যোৎস্না মেখে সামলে উঠি,
আঙুল কোষে আগুন ছোঁওয়া
বদলে দিলাম সাজানো গুটি ।।