জীবনযুদ্ধ..
জীবনযুদ্ধ..


জীবন যুদ্ধে লড়তে গিয়ে
সবাই যদি জিতবে ভাবে,
কে আর তবে হারবে বলো
জিতে যাবার এই স্বভাবে।।
সবাই যদি ভাবতে বসে
ঠেকবে না পিঠ দেয়াল জুড়ে,
যার দেওয়ালে পিঠ ঠেকেছে
পারবে কি সে দাঁড়াতে ঘুরে??
সবাই যদি ভালো স্বপ্ন
লুটে পুটে সাফ করে নেয়,
যে চোখ আজও দেখেনি আলো
বেঁচে থাকার আছে কি উপায়??
লড়াই করার অস্ত্রশস্ত্রে
সবাই যদি সেজে রবে,
যার দুহাতে জোটেনি ত্রিশূল
বলতে পারো তার কি হবে??
ইচ্ছে তারও ষোলোআনা
সাজাবে জীবন শান্তিনীড়ে,
জিতবে কি সে বিনা অস্ত্রে
জিতে যাবার স্বভাব-ভীড়ে??
আলোকবিহীন দুচোখ জুড়ে
তারও স্বপ্ন নেমে আসে,
জেতার যুদ্ধে আর কিছু নয়
জায়গা ছাড়তে ভালোবাসে।।
অস্ত্রবিহীন ঠেকে যাওয়া পিঠ
সবার কাছেই যে অপ্রিয়,
আকুতি জানায় জেতার কাছে
একটু লড়াই করতে দিও।।