মনের সাধ..
মনের সাধ..


তোমার চোখের আয়নামহল
সাজিয়ে দেব কাজল দিয়ে,,
এর বেশী আর চাইনা কিছু
থাকব শুধু তোমায় নিয়ে...
তোমার মনের শিশমহলে
রামধনু-রোদ ছড়িয়ে দেব,,
গোধূলিবেলার রঙ মাখতে
তোমায় কেবল সঙ্গে নেব...
ভালোবাসার রাজপ্রাসাদে
তেমন মনের মানুষ কই??
তুমি আমার হাসনুহানা
আমি তোমার বকুলসই...
জলসাঘরের ঝাড়লন্ঠনে
প্রদীপ হব আগুন সয়ে,,
আতর হয়ে জড়িয়ে রব
কেবলমাত্র তোমার হয়ে...
ফিরতিপথে বৃষ্টি হয়ে
ঝরব যখন অঝোরধারে,,
হাত বাড়িয়ে হৃদয় ছুঁয়ো
স্থান দিয়ো মন-অন্তপুরে.....