#lovelanguage
#lovelanguage

1 min

651
নাম
কি নামে ডাকবো তোমায়
ভাবছি শুধু তাই,
আকাশ নীল শাড়ি পরে
তুমি আমার নীলাঞ্জনাই।
চাঁদের মত মুখটি তোমার
বাহার এলো চুলের কি বা,
তাইতো ভাবি তোমায় ডাকি
আমার অপরূপা।
তোমার কাজল কালো চোখ
আর মুখের মিষ্টি কথা,
আমার প্রাণে জোয়ার আনে
তাই তুমি আমার মিতা।
তুমি যেনো শিল্পীর রঙে
আঁকা একটি ছবি,
চিত্রা নামে ডাকবো তোমায়
মাঝে মাঝে ভাবি।
যে নামই দিই না কেনো
তুমি আমার হৃদয়,
জেনো করবো ঠিক একদিন
তোমার মন জয়।