আমার কবিতা
আমার কবিতা


সময়কে চেয়েছিলাম আস্টে পৃষ্ঠে বেঁধে রাখতে,
যেনো সে গড়িয়ে না যায়,
মনকে চেয়েছিলাম ভাসিয়ে দিতে, নীল আকাশের সাদা মেঘে,
হৃদয়কে চেয়েছিলাম আরো আরো, ভালোবাসার প্রলেপ দিয়ে গড়তে,
কথাকে চেয়েছিলাম আরো সাবলীল, আরো মোলায়েম করতে,
সুরকে চেয়েছিলাম আরো আরো মধুর করতে,
এসব কিছুই পারি নি আমি,
পারি নি বেদনা হীন একটা ভালোবাসা গড়তে, পারিনি দুঃখ ভরা মন নিয়ে মুখ ভরা হাসি আনতে,
শুধু পেরেছি কবিতায় কবিতায় মনের যত বেদনা, যত সুখ, যত অপ্রাপ্তি, তা ব্যক্ত করতে।
আমার কবিতা থাক জীবন ভরা,
বাকি সব যায় যদি যাক।