আত্মা দেহ বন্ধু
আত্মা দেহ বন্ধু
বন্ধু আমার মুক্ত পাখি,বন্ধ খাঁচায় বন্দী নয়,
বন্ধু আমার সাধের ঘুড়ি,ভোঁকাট্টা সবসময়।
বন্ধু আমার ঘাসের ডগায় ছোট্ট ফড়িং দেখ্ লাফায়,
বন্ধু সে যে আমার আমি,বিশ্বে সে যে আর কোথা নাই।
সুখে সে মোর সঙ্গী সদা,দুখেও সদা সামনেতে পাই,
আমার আমি বন্ধু ওরে,আত্মা-দেহ অভিন্ন নয়।
------শর্মিষ্ঠা গুহ রায়(মজুমদার)।