Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Bimal Roy

Abstract

0.7  

Bimal Roy

Abstract

প্রজাপতি

প্রজাপতি

1 min
17.1K


মিলন মাধূর্যের প্রতিক অপরূপা প্রজাপতি,----

সন্তান তার অবহেলিত ঘৃনিত,

শিশুরা তার ভয়ে সন্ত্রস্ত,--- ভীত।

কদাকার কুৎসিত জীবনের প্রতি জাগে ঘৃণা,---

বেড়ায় পালিয়ে আনাচে-কানাচে হয়ে আনমনা।

কঠোর তপস্যায় হয় ব্রতি,--সুন্দরের আরাধনায়

শ্রদ্ধা জানায় সৃষ্টি কর্ত্তার প্রতি অকুন্ঠায়।

নিজ লালারসে সৃষ্টি করে কঠোর আবরণ,

তপস্যায় রত আমরণ।


বিধাতার অশ্রুবারি রাশি মুক্ত সম ঝরে

অসহায় ঘৃনিত জীবের দুর্ভেদ্য আবরণ পরে

কল্যাণময়ীর করুণা বিগলিত ধারা প্রবাহ ছন্দে

সৌন্দর্যের নব ডালি নিয়ে ফেরে আকাশে-বাতাসে নব আনন্দে।

শিল্পির শিল্প সৃষ্টিকে করে সমৃদ্ধ,

শিশু হৃদয়কে করে উদ্বদ্ধ।

রঙ্গিন পাখার চকিত আন্দোলনে

কবির কাব্য সৌরভ ফেরে মলয় পবনে।

ওগো বিকলাঙ্গ কুৎসিত শিশুর দল

তোমরাও প্রজাপতির মত

নিষ্পাপ মায়ের সন্তান,

তোমরাও আদি শক্তি মহামায়ার অকৃপণ দান।।


Rate this content
Log in

More bengali poem from Bimal Roy

Similar bengali poem from Abstract