STORYMIRROR

Bimal Roy

Abstract

3  

Bimal Roy

Abstract

আকাশ

আকাশ

1 min
16K


আকাশ দিয়েছো মোরে উদার হৃদয়,

প্রসারিত তোমার আশীর্ব্বাদে নেই ক্ষয়।

চঞ্চল মানে না কোনো বাঁধা প্রাচীর,

বন্দী নহে কোনো গিরি গুহায়

ঝরে আনন্দনীর।

অনন্ত ব্রক্ষ্মান্ডকে জানায় আহ্বান,

নৃত্যে রত শতকোটী নক্ষত্র সনে,

মেঘরাশির আতিশয্যে দৃষ্টি যখন শঙ্কুচিত

তার সনে অকুতোভয়ে আনন্দে নৃত্যে রত।


ঝরায় সে আনন্দবারি ধারা নব সৃষ্টি উন্মাদনায়,

সহাস্য বদনে, আবার তোমা সুখ পরশ কামনায়।

নিঃশঙ্কচিতে হরণ করো বিষজ্বালা হে নীলকন্ঠ,

চিরবন্ধু সমীর পান করে তোমা সাথে আলিঙ্গনে আকন্ঠ।

অসংখ্য তারা নক্ষত্র হাসে মিটিমিটি চেয়ে তোমা পানে,

আনন্দচিতে ফেরে তোমা সনে নব মুকুল সন্ধানে।

তোমার অন্তহীন প্রাচীর মাঝে সকলেরই সমান অধিকার,

আকাশ পরশে তোমার নাই কোনো ভয় লাজ,জিত-হার।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract