STORYMIRROR

Ankush Chakraborty

Abstract

0.3  

Ankush Chakraborty

Abstract

শহর থেকে অনেক দূরে

শহর থেকে অনেক দূরে

1 min
17.8K


শহর থেকে অনেক দূরে,

প্রতিনিয়ত কিছু স্বপ্ন পোড়ে,

কিছু কান্না কবর খোঁড়ে,

অতীত ছোঁয়ার আশায়।।

অধিকার না হারালে সম্পর্কের শেষে,

আরো হয়তো এগিয়ে যেতাম নিজেরই দোষে,

সমুদ্রে জাহাজ ডুবিয়ে নাবিক এসে,

নদীতে নৌকা ভাসায়।।

প্রাপ্ত প্রশ্নের উত্তর না দিয়ে,

যখন চলে গেলে কাঁদিয়ে,

আমার কাঁধে হাত দিয়ে,

পাহাড় পাশে এসে দাঁড়ায়।।

বিষে মাতাল নীল আকাশ,

ব্যাথায় নিস্তব্ধ আমার অবকাশ,

সবুজ কেটে শহুরে প্রকাশ,

ঘুমিয়ে পরে সবুজ পাতায়।।

একদিনের এক দক্ষ নাবিক,

এখন ভুল করে ফেলে দশটি দিক,

এখনও এক মৃত প্রেমিক,

প্রেমদিবসে লাল গোলাপ পোড়ায়।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract